দেবু সিংহ,মালদা-ফাইলেরিয়া রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হল মালদা শহরের বুড়াবুড়ি তলা মালদা অ্যাক্যাডেমি হাই স্কুল। শহরের শিশুদের মধ্যে এ রোগ যাতে না ছড়ায় তার জন্যই এই কর্মসূচি। মূলত ছয় থেকে সাত বছর বয়সী শিশুদের রক্ত পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোগ নির্ণয় শিবিরের আনুষ্ঠানিক অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ অমিতাভও মন্ডল সহ জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য স্বতাধিকারী কিরা। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলায় ফাইলেরিয়া রোগ নির্মূল করতে তিন বছর ধরে এই উদ্যোগ নেয়া হয়েছে। তিন বছর ধরে মালদা জেলায় শিশুদের মধ্যে এ রোগ নির্ণয়ের সার্ভে করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত দুই বছর যে পরীক্ষা করা হয়েছে তা অনেকটাই স্বাভাবিক। এই বছরেও শিশুদের মধ্যে পজিটিভ সংখ্যা কম হলে মালদা জেলায় ফাইলেরিয়া রোগ আগামীতে কম হবে বলে জানান জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা। ফাইলেরিয়া মূলত মশাবাহিত রোগ। মশার কামড় থেকেই এই রোগ ছড়িয়ে পড়ে। শিশু বয়সে কোন শিশু এ রোগে আক্রান্ত হলে বয়স বাড়ার সাথে সাথে তার প্রভাব বেশি হয়। গোদ রোগের আক্রান্ত হয় বড় হলে। তাই শিশু বয়সেই এ রোগ নির্ণয় নিয়ে শিবির করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। মালদা শহরে ২দিন ব্যাপী চলবে এই রোগ নির্ণয় কর্মসূচি। মালদা জেলার প্রতিটি ব্লগ সহ পুরাতন মালদা শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে স্বাস্থ্য কর্তারা জানান।