সোশ্যাল বার্তা : পঞ্চমীর দিনেই খুলে গেল পটাশপুরের ১০/১২ টি গ্রামের শতাধিক বছরের এক মাত্র পুজো টনিয়াবিলা সর্বজনীন দুর্গোৎসব। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পুজোর শুভ সূচনা করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। এছাড়াও ছিলেন আড়গোয়াল অঞ্চলে অঞ্চলের উপপ্রধান অপরেশ সাঁতরা, পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস প্রমুখ। উদ্ধোধনী মঞ্চে অতিথি স্মারক, ব্যাচ, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান পুজো কমিটি।
দুবছর করোনার কারনে তেমন জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজন হয়নি। এবছর করোনার প্রকোপ সে ভাবে না থাকায় ৬ দিন ব্যাপি পুজোর আয়োজনে রয়েছে একাধিক সামাজিক কর্মসূচি। পুজোর বাজেট…। ১০/১২ টি গ্রামের এই পুজো। তাই ষষ্ঠী থেকে দশমী মন্ডপে স্থানীয়দের ঢল চোখে পড়ার মতো।