পরিবেশ বিষয়ক সচেতনার আঙ্গিকে পুজোমন্ডপ

Social

নিউজ সোশ্যাল বার্তা, ১৩ই নভেম্বর ২০১৯, প্রীতম ভট্টাচার্য: রাস যাত্রা বলতেই নদীয়া জেলার দুটি জায়গার নাম ভেসে ওঠে নবদ্বীপ ও শান্তিপুর । কিন্তু এই জায়গাগুলি ছাড়াও বিভিন্ন জায়গা যেমন – ভান্ডারখোলা, দৈয়েরবাজার, জাভা,তারকদাসপুর সহ অনেক এলাকাতেই মহা সমারোহে পালিত হচ্ছে রাস উৎসব বেশ কয়েকবছর ধরে।

আলোকসজ্জা, প্যান্ডেল, প্রতিমার সাথে লোকসমাগম ঘটাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । হালকা শীতের আমেজ ও কার্তিক পূর্ণিমার পূন্যলগ্নে প্রচুর মানুষের সমাগম হয়েছে চোখে পড়ার মতো । প্রথমদিকে দৈয়ের বাজারে শুরু হলেও আশে-পাশে এখন অনেক গ্রামেই রাস হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন তাদের পসরা নিয়ে।

এবছরের রাসের উদ্যোক্তরা তাদের পুজোতে পরিবেশ বিষয়ক সচেতনার আঙ্গিকে তাদের পুজোমন্ডপ সাজিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য বিষয় এবছর ব্যতিক্রমী রাস করেছে দৈয়েরবাজার ঢাকাপাড়ার সংঘশ্রী ক্লাব। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পুরষ্কারের পাশাপাশি, বিভিন্ন সমাজসচেতন ও পরিবেশ বিষয়ক বিভিন্ন দিকগুলি তারা মাটির মডেল দিয়ে মানুষের সামনে তুলে ধরেছে।

তাদের সমাজ ও পরিবেশের ওপর এরকম নজরকাড়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।

Whats app:9434158779

Facebook: News Social Barta 24×7