দেবু সিংহ,মালদা: বাতিল হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। শুক্রবার পুরাতন মালদার নিত্যান্দপুরের বিএড কলেজের পাশের ময়দানে সভা করার কথা ছিল প্রধান মন্ত্রীর। সেই উপলক্ষ্যে চলছিল প্রস্তুতি। শেড দেওয়া মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। এদিকে গোটা শহর জুড়ে প্রচার চালানো হয়।
যদিও জেলা বিজেপি সূত্রে জানা যায়, ভিড় এড়িয়ে ৫০০ জনের মতো সমর্থককে নিয়ে করোনা বিধি মেনে সভা করার প্রস্তুতি নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধের দিকে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে সভা বাতিলের কথা জানানো হয়েছে। খবর শোনার পর থেকেই হতাশ হয়ে পড়েন কর্মী, সমর্থকেরা।