মলয় দে নদীয়া :-সবে সিদ্ধি বিনায়কের বন্দনা শেষ হয়েছে। আর সেই আবহে মা উমার মর্তে আগমনের বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে-বাতাসে। এমতাবস্থায় মা উমা পাড়ি দিচ্ছেন দেশ ছাড়িয়ে বিদেশে।
নদীয়ার চাকদহ’র বাসিন্দা অনুপ গোস্বামী। বিভিন্ন দেবদেবীর মূর্তি বানান। সঙ্গে থাকা নানা মুনি-ঋষির মূর্তি ও মডেল।
গত বছর তাঁর তৈরি দুর্গা প্রতিমা গেছে ফিজিতে। তার সঙ্গে সিদ্ধিদাতা গণেশ, শিব, বজরংবলী ও রামচন্দ্রের মূর্তি মূর্তি গেছে। এই বছরে মা দুর্গা যাচ্ছেন বাহারিনের পানামা সেন্টারে। এখন প্যাকিংয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। এখান থেকে দমদম এয়ারপোর্ট হয়ে চলে যাবে মূর্তি। যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পাথরের ফাইবারের মূর্তি বিভিন্ন দেশ-বিদেশে যায়।নদীয়ার চাকদহ কেবিএম শচীন্দ্র মডেল ভবন থেকে।
শিল্পী জানান, মূর্তি মাটি দিয়ে তৈরি হয়। তারপর সেটা প্যারিস দিয়ে ছাঁচ তৈরি করা হয়। তারপর ফাইবার কাস্টিং হয়। মোটামুটি ৬-৭ জন মিলে প্রায় দু-মাসের ওপরে মূর্তিটা তৈরি করতে লেগেছে।