নিউজ সোশ্যাল বার্তা ,২৫শে নভেম্বর ২০১৯ : গতকাল ২৪ নভেম্বর সন্ধ্যার “পোস্ট অফিস মোড়ে’র ওই সাদা ক্যানভাস ” ! পথ চলতি মানুষের রঙ্গীন স্পর্শ এনে দিল কৃষ্ণনগরের বুকে “উড়ানের অকাল বসন্ত “।
নানা চাওয়া ,নানা পাওয়া ,দুঃখ , বিবাদ, ক্ষোভ, অশান্তির মাঝে মানুষের মন যখন ফ্যাকাসে হয়ে যাচ্ছে , ঠিক সেই সময় “রঙের তুলির ছটা” রাঙিয়ে দিল সব প্রজন্মের মানুষ কে ! কপালে জুড়ে গেলো হলুদ রঙের আবীর, বসন্ত উৎসব ২০২০ “আবার ও আসছে !
পরিবেশ বান্ধব বিষয় কে সাথে নিয়েই বসন্ত উৎসবের খুঁটিপুজো । পরিবেশ নিয়ে তাদের রাস্তার পাশে ক্যানভাসে ছবির মাধ্যমে পরিবেশ ভাবনা। তাদের উদ্দেশ্য ৪০ জন সদস্য মিলে কাপড়ের ক্যানভাসে প্রাকৃতিক রঙ দিয়ে মানুষের মধ্যে পরিবেশের বার্তা দেওয়া।
উড়ানের সদস্য দেবু মালাকার বলেন ” বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী দিয়ে ডিসেম্বর মাস জুড়ে এই উদ্যোগ চলবে রাস্তার পাশে”। অকালের এই বসন্ত উৎসব তাই সাধারন মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।