নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর গৃহবন্দি হয়ে পড়ে বহু মানুষ, গৃহবন্দি হয়ে যাওয়ার ফলে কার্যত ধীরে ধীরে ভাঙতে থাকে মনোবল, সেই সব অবসর মানুষের কথা মাথায় রেখে প্রত্যেক বছর পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অবসর উৎসবের আয়োজন করা হয়, তবে প্রত্যেক বছর বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী র দিনে এই উৎসবের আয়োজন করা হয় কারণ বহু বয়স্ক মানুষ রয়েছেন যারা ঠিক করে মনে রাখতে পারেন না এই দিনটির কথা তবে নির্দিষ্ট দিন হওয়ার কারণে মনে রাখতে পারেন এলাকার বয়স্ক মানুষ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত মানুষ, বিভিন্ন খেলাধুলা মধ্যাহ্নভোজ থেকে শুরু করে একাধিক প্রতিযোগিতা মূলক কর্মসূচির মধ্য দিয়ে এই অবসর উৎসব পালন করা হয়, তবে এই বছর ৩৩ তম বর্ষে পা দিলো এই উৎসব, এই উৎসবকে ঘিরে এলাকার বয়স্ক মানুষ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত মানুষ এবং এলাকার মানুষ যথেষ্ট আনন্দে মেতে থাকে।
এই উৎসবের একজন কর্মকর্তা শংকর ঘোষ জানান এলাকার অবসরপ্রাপ্ত মানুষের মনোবলকে বৃদ্ধি করার লক্ষ্যে এবং তাদেরকে একটু আনন্দ দিতেই এই উৎসবের আয়োজন, পাশাপাশি এলাকার বয়স্ক মানুষরা একত্রিত হয়ে নিজের মনের কথা আলাপ-আলোচনার মাধ্যমে মনোবলের বৃদ্ধি ঘটে সেই কথা মাথায় রেখেই প্রত্যেক বছর এই অবসর উৎসবের আয়োজন, শুধু অবসরপ্রাপ্ত মানুষ জন নয় পাশাপাশি এলাকার বিভিন্ন সমাজ সেবীর মানুষ থেকে শুরু করে কচিকাঁচারাও অংশগ্রহণ করেন। অন্যদিকে প্রত্যেক বছর এলাকার বয়স্ক মানুষ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত মানুষদের নিয়ে এই উৎসব আয়োজন করার ফলে যথেষ্ট আপ্লুত সমাজ সেবী মানুষ থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকেরা।