মলয় দে, নদীয়া:- জেলার ১৭ টা বিধানসভার মধ্যে রানাঘাট মহকুমার, রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ, শান্তিপুর বিধানসভা, এবং কৃষ্ণগঞ্জ এই পাঁচটি এবং কল্যাণী মহকুমার কল্যাণী, চাকদহ এবং হরিণঘাটা বিধানসভার এই তিনটি। অর্থাৎ মোট আটটি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে পঞ্চম দফা অর্থাৎ ১৭ ই এপ্রিল। ষষ্ঠ দফা অর্থাৎ ২২ শে এপ্রিলের জন্য রয়ে গেল জেলার অপর , করিমপুর, নাকাশিপাড়া, তেহটটো, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, কালিগঞ্জ , চাপড়া, নবদ্বীপ, পলাশীপাড়া এই নটি বিধানসভা।
পূর্ববর্ণিত পঞ্চম দফা অর্থাৎ আগামী কালকের রানাঘাট এবং কল্যানী মহুকুমার আটটি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোড় কদমে।
নদীয়ার রানাঘাট মহাকুমার ক্ষেত্রে রানাঘাট কলেজ এবং মিলন বাগান স্কুলের মাঠে, তবে কৃষ্ণগঞ্জ বিধানসভার জন্য মাজদিয়া কলেজ মাঠ থেকে ভোট কর্মীদের ইভিএম এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
এই উপলক্ষে বিরাট আকার প্যান্ডেল নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি। জেলার অধিকাংশ ভোট কর্মীদের আগমনের ফলে কার্যত উৎসবের চেহারা নিয়েছে এই অঞ্চল গুলিতে। বিভিন্ন কাউন্টারের মাধ্যমে নানান প্রয়োজনীয় কাজকর্ম মিটাচ্ছেন ভোট কর্মিরা।
এবারেই এত বেশি সংখ্যক মহিলা ভোটকর্মী নিয়োগ হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই শিক্ষিকা বা শিক্ষাকর্মী । জীবনের প্রথমবার ভোট গ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন মাজদিয়ার একটি বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী টিকাদার কর্মকার। তিনি জানান “বিষয়টি নতুন হলেও ট্রেনিংয়ের মাধ্যমে সব বোঝানো হয়েছে আশা করি সবাই মিলেমিশে কাজটি সঠিকভাবে করতে পারব।