সোশ্যাল বার্তা: একদিকে করোনাকালীন পরিস্থিতি অপরদিকে বিধানসভা নির্বাচন ফলে অধিকাংশ ব্লাড ব্যাঙ্কেই প্রায় রক্তশূন্য।
এইমত পরিস্থিতিতে নদীয়ার ধুবুলিয়ার ছোট্ট শিশু তৃষ্ণা ঘোষ বয়স (২ ) শারীরিকভাবে অসুস্থ হয়ে কৃষ্ণনগরের সরকারী হাসপাতালে ভর্তি হয়। তার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ ৫ এর নিচে নেমে যায়। চিকিৎসক জানিয়ে দেন দ্রুত রক্ত দিতে হবে। পরিবারের লোকজন বি পজেটিভ রক্তের খোঁজ করতে থাকেন। ব্লাড ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় ওই গ্রুপের রক্ত নেই।
খবর যায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্ত জোগাড় করে দেওয়া সংগঠন ইবিএসের কাছে। খবর পাওয়া মাত্রই ইবিএস এর অন্যতম সদস্য সুদীপ্ত বিশ্বাস তাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন। পোস্ট দেখে এগিয়ে আসেন তাদেরই সংগঠনের সদস্যা রনীতা সূত্রধর। পেশায় ভিন রাজ্যে রিসেপশনিস্টের কাজ করেন তিনি। বর্তমান করোনা আবহে ভিন রাজ্য থেকে বাড়িতেই রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নববর্ষের দিনে কৃষ্ণনগরের শক্তিনগর ব্লাড সেন্টারে তিনি রক্তদান করেন।
রনীতা জানান “এই প্রথম নয় চতুর্থবারের জন্য রক্ত দিলাম। প্রথম বার রক্ত দিতে ভয় পেয়েছিলাম কিন্তু এখন খুব ভালো লাগে। সবার কাছে আবেদন এগিয়ে আসুন এই সময়ে সবার সহযোগীতা কামনা করি। নতুন বছরে ছোট্ট শিশুর জন্য রইল শুভকামনা।
ইবিএস এর সদস্য সুদীপ্ত বিশ্বাস জানান “ইবিএস সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। ইবিএস এর সদস্যরা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের সেবা করে যাচ্ছে ভবিষ্যতেও করে যাবে”।