মোথাবাড়ি থানার পুলিশের মানবিক রুপ ,মানসিক ভারসাম্যহীনকে বাড়ি ফেরালো পুলিশ

Social

দেবু সিংহ,মালদা: মানসিক ভারসাম্যহীন ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আর একবার মানবিক রুপ এর নজির গড়লো মোথাবাড়ি থানার পুলিশ।

শুধুই যে চোর-ডাকাত গুন্ডাকে শায়েস্তা করা পুলিশের কাজ না সেটা আরেকবার প্রমান করে দিল মোথাবাড়ি থানার পুলিশ।

মালদা জেলার হরিরামপুর থানার অন্তর্গত কাঞ্চন নামে এক যুবককে মানসিক ভারসাম্যহীন ভাবে ঘুরতে দেখে তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করার পরে তার বাবা মায়ের হাতে তুলে দিলো মোথাবাড়ি থানার পুলিশ।

মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী জানান “মোথাবাড়ি থানার অন্তর্গত গীতা মোড় এলাকায় এই মানসিক ভারসাম্যহীন ছেলেকে কাল সকালে আমরা ঘুরতে দেখি এবং তাকে সেখান থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করি এবং তার বাড়ির ঠিকানা জানতে পারা যায় হরিরামপুরে এবং আজকে আমরা সেই ছেলেকে তার পরিবারের হাতে তুলে দিলাম”।

পরিবার সূত্রে জানা গেছে এই যুবক গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিল শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সে আর বাড়ি ফেরেনি , পরিবারের লোক হরিরামপুর থানায় নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন।

নিখোঁজ যুবকের পরিবারের লোক জানিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ আমাদের ছেলেকে আমাদের হাতে তুলে দিয়েছে এতে আমরা অনেক সাধুবাদ জানাই মোথাবাড়ি থানার পুলিশকে।

Leave a Reply