জোটে ভোট দেওয়ার বার্তা নিয়ে বাংলার পথে পথে হুল্লোড়ের পথনাটিকা

Social

মলয় দে, নদীয়া :- কেউ গৃহবধূ, কেউ বা ছাত্রী! বেকার সকার, আইনজীবী, বিভিন্ন পেশার সকলে সমবেত হয়ে গঠন করেছে নাট্যদল হুল্লোড়। গিটার বাজিয়ে একেবারে সাদামাটাভাবে সংযুক্ত মোর্চার পক্ষে ভোট প্রচারে নেমেছেন তারা।

নদীয়ার শান্তিপুরের প্রার্থী ঋজু ঘোষ এর সাথে নাট্য দলের শিল্পীদের যোগাযোগ বহু পুরাতন নিবিড়! তাই এখানেও শান্তিপুর লাইব্রেরী মাঠের সামনে থেকে শুরু হয় এই প্রচার। গানে গলা মেলালেন প্রার্থী ঘোষাল, জোটের অপর সঙ্গী সিপিআইএম দলের শান্তিপুর লোকাল কমিটির সম্পাদক সৌমেন মাহাতোওকেও গানের তালে তালি দিতে দেখা গেলো। পথচলতি এ প্রজন্মের ছেলেমেয়েরা হোক বা সেকালের অভিনব এই পথনাটিকা হয়তো তাদের জীবনের কথাই খুঁজে পেয়ে , প্রখর গ্রীষ্মের রৌদ্রেও অনুধাবন করছেন নাটক। আগত শিল্পীরা জানান, শুধু আনন্দ প্রদান করতে নয় সহজ কথা ভোট চাইতে এসেছেন তারা।

একদিকে ধর্মীয় মেরুকরণ অপরদিকে সিন্ডিকেট তোলাবাজির বিরুদ্ধে সচেতন প্রগতিশীল মানুষকে এক হতে হবে। না হলে আগামীতে সমূহ বিপদ! আর তাই সচেতন করতে তাদের ঘুরে বেড়ানো বলেই জানালেন।

Leave a Reply