গাঁদা ফুলের চাষে সফল নদীয়ার চাষীরা

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার বাদকুল্লা, হাঁসখালি, কালীনারায়নপুর, করিমপুর সহ বিভিন্ন এলাকায়  বাড়ছে ফুল চাষ। সবজি বা অন্যান্য চাষের থেকে এই চাষ তুলনামূলকভাবে অনেক অনেক সহজ। পরিচর্যার শ্রম ও সময় দুইই লাগে কম। এই চাষীর সংখ্যা কম হওয়ায় চাহিদাও রয়েছে বেশ।

স্থানীয় বাদকুল্লা, কালীনারায়নপুর, করিমপুর, সহ বেশ কিছু জায়গায় নগতে বিক্রি করার ব্যবস্থা আছে। এবাদেও কলকাতার হাওড়ায় বিরাট বড় বাজারে রয়েছে বিক্রির সুবিধা। বছরে 3 বার চাষ করা যায় এই ফুলের। সারাবছর বিভিন্ন পুজো, অনুষ্ঠান, লেগেই থাকে বাংলায়। তাই যোগানের অতিরিক্ত ফুল জমে খুব কম সময়ে। চাষীদের কাছ থেকে জানা যায়, শীতকালে ফুলের সাইজ বড় হলেও, গরম কালে বেশি পরিমাণে ফুল ফোটে তাই শীতকালে থেকে গরমকালে ব্যবসা ভালো হয়। অন্যান্য ফসলের থেকে প্রায় তিনগুণ লাভ হয় এ ফুল চাষে।

Leave a Reply