মলয় দে, নদীয়া :-নবদ্বীপ বিধানসভার সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী কমরেড স্বর্ণেন্দু সিংহের প্রচারে এলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। স্বরুপ গঞ্জে রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই সভা করেন সংযুক্ত মোর্চার তরফ থেকে।
এই দিনেই প্রচার স্থল থেকে মূলত রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কে আক্রমণ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন মুদ্রার এপিঠ আর ওপিঠ বিজেপি ও তৃণমূল। শীতলকুচি ঘটনাকে কেন্দ্র করে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে। এছাড়া তিনি জানান মানুষ সাথে আছে এর উপযুক্ত জবাব মানুষই দেবে।