দেবু সিংহ, মালদা:-কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন এলাকা।
বৃহস্পতিবার গভীর রাতে কালবৈশাখীর দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মালদহে হবিবপুর ব্লকে।বুলবুলচন্ডী অঞ্চলের টাঙ্গন নদীর ধারে একটি বরফ মিলের টিনের চাল উড়ে যায় ঝড়ে। অন্যদিকে কানতুর্কা,কিঞ্চিবাড়ি,সহ বেশ কয়একটি এলাকা সহ বুলবুলচন্ডী জাজইল রাজ্যে সড়কের উপরে ভেঙ্গে পড়ে বহু গাছসহ বিদ্যুৎ খুঁটি, বৃহস্পতিবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।সেই দমকা হাওয়ায় জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বেশ কিছু এলাকায় উপরে পড়ে বড় বড় গাছ। উড়ে যায় ঘরের টিনের চাল। ভেঙ্গে পরে বিদ্যুৎ খুঁটি।শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বুলবুলচন্ডী জাজইল রাজ্যে সড়কে পরে থাকে বড় বড় গাছ।
যদিও কালবৈশাখী ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এবিষয়ে কিঞ্চিবাড়ি বাসিন্দা রাখি দাস বলেন গতকাল রাতে হঠাৎ দমকা হাওয়ায় ঘরের চাল উরিয়ে নিয়ে যায় চৌকির নিচে আশ্রয় নেয় অল্পের জন্য পরিবারে চারজন প্রানে বাঁচে।