মলয় দে, নদীয়া:- নদীয়া শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভাঙ্গি পাড়ার বাসিন্দা, তন্তুবায় সংঘ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুমন কর, ছোটবেলা থেকেই পড়াশোনার ফাঁকে সৃজনশীল কাজের ঝোঁক! বাসের টুকরো, কাঠের টুকরো, মাটি এবং গৃহস্থলীর ফেলে দেওয়া নানান অব্যবহার্য উপাদান দিয়ে, অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে এর আগে।
দাদা সুপ্রিয়ার অনুপ্রেরণায় গত জানুয়ারি মাসে ২৬ টি সর্ষে দানার উপর ইংরেজি বর্ণমালার Aথেকে Z পর্যন্ত অক্ষর সুঁচের ডগায় ফেব্রিক হোয়াইট রং দিয়ে লিখতে সমর্থ হয়েছে। মোবাইল থেকেই ইন্ডিয়া বুক অব রেকর্ডে আবেদন করেছিল মঞ্জুর হওয়ার জন্য। এরপর ফেব্রুয়ারি মাসে তা অনুমোদন পায় এবং এপ্রিল মাসের ২ তারিখে শংসাপত্র, দুটি স্টিকার, মেডেল, ব্যাচ পেন এবং একটি রেকর্ড হোল্ডারদের বই উপহার স্বরুপ পায় সে। সামনেই মাধ্যমিক! তারপর পড়াশোনার চাপ কমলে, আরো অসাধারণ বেশ কিছু কাজ করতে চায় সে, এমনকি পরবর্তী পড়াশোনা সৃজনশীলতার উপরেই করার চেষ্টা করবে বলে জানায়।
বাবা জয়ন্ত কর পেশায় কাপড়ের ছোটো ব্যবসায়ী, আর্থিক উপার্জন এবং নতুন কিছু করার ইচ্ছা একত্রে আগামীতে কোন দিকে নিয়ে যাবে সুমনকে, তা দেখার জন্যই অপেক্ষায় থাকলাম আমরা! তবে আমাদের সংবাদমাধ্যমের সম্পূর্ণ আশীর্বাদ সহযোগিতা থাকলো তার মতন নতুন প্রতিভার অনুপ্রেরণায়।