চলছে রক্ত সংকট, থ্যালাসেমিয়া রোগীর রক্ত দিতে এগিয়ে এলেন ব্লাড ব্যাঙ্কের কর্মী

Social

সোশ্যাল বার্তা: একদিকে প্রচন্ড গরম ও অপরদিকে বিধানসভা নির্বাচন ফলে রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। কিন্তু নিয়মিত সময় যাদের রক্ত লাগে তাদের রক্তের জোগান দিতে হিমসিম খাচ্ছেন বিভিন্ন ব্লাডব্যাংকের কর্মীরা ।

গত বুধবার কৃষ্ণনগর সদর হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিট ভর্তি রোগীর রক্তের প্রয়োজন হয় এগিয়ে এলেন নবদ্বীপ ব্লাড সেন্টারের স্বাস্থ্য কর্মী বাবর আলি। নদীয়ার শক্তিনগর ব্লাড সেন্টারে এসে রক্তদান করেন।

পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীর জন্য তার সঙ্গে আর এক শুভানুধ্যায়ী নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা জীবনে প্রথম বার রক্তদান করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসব মুমূর্ষু ব্যক্তিদের জন্য কাজ করে যাচ্ছে। এইদিন কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনুদেব মিত্র।

নবদ্বীপ ব্লাড সেন্টারের কর্মী বাবর আলী জানান, “সর্বস্তরের সুস্থ-স্বাভাবিক মানুষদের কাছে অাবেদন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য এগিয়ে আসুন। প্রচন্ড গরম এবং বিধানসভা নির্বাচনকালে যাতে থ্যালাসেমিয়া শিশুরা রক্তের অভাবে হারিয়ে না যায় তার জন্য সবার কাছে রক্তদান করতে এগিয়ে অাসুন”।
উপস্থিত অনুদেব মিত্র জানান “দিন যত যাচ্ছে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব । বিয়ের আগে প্রত্যেকের উচিত থ্যালাসেমিয়া পরীক্ষা করা”।

Leave a Reply