দীঘা: শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনায় কোস্টাল থানার সামনে পড়ে থাকা একটি থার্মোকলের স্তুপে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পায় পাশে থাকা মাছের গোডাউন ও বরফের কারখানা।
দমকূল সূত্রে র খবর দীঘা মোহনায় পড়ে থাকা একটি থার্মকলের স্তুপে আগুন লাগে কিন্তু আগুন ভয়াবহ রুপ নেওয়ার আগে দমকলের একটি ইঞ্জিন এর প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণ আসে। ক্ষতি হয় পাশে থাকা বাড়ির জানালা ও দেওয়াল।
তবে কি কারনে আগুন তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি।