সোশ্যাল বার্তা : গত কয়েকদিন ধরেই আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলা গুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছে! প্রচণ্ড তাপদাহের অবশেষে ঝড় ও বৃষ্টি।’রবিবার বিকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশের মুখ ছিল ভার। আকাশের এক কোণে জমে উঠেছিল কোলো মেঘ। অবশেষে কালবৈশাখী নেমে এলো ঝড় ও এক পশলা বৃষ্টি। বর্ধমান, বীরভূমে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। কলকাতা ও নদীয়াতেও বৃষ্টি হয়েছে। তবে, আকাশে কালো মেঘ, বজ্র-বিদ্যুতের ঈষৎ দেখা মিললেও, দুই মেদিনীপুরকে ঠান্ডা হাওয়া আর ছিটেফোঁটা’তেই খুশি থাকতে হল।
এদিকে তাপমাত্রার পারদ ৪০ ছুঁয়েছে মার্চেই! মার্চ মাসেই তাপপ্রবাহ বিস্মিত করছে আবহাওয়া বিশারদদের। এপ্রিলে নাকি তাপমাত্রার সাম্প্রতিককালের রেকর্ড ভাঙতে পারে! একমাত্র কালবৈশাখী আর বৃষ্টিই তা থেকে মুক্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী উত্তাপ আর সূর্যের প্রচন্ড দাবদাহের পর, দিনের শেষে বিভিন্ন জেলা আজ তার প্রথম স্পর্শ পেল!