নদীয়ার নবদ্বীপে দশচাকা লরির ধাক্কায়, মৃত্যু বাইক আরোহীর

Social

মলয় দে, নদীয়া :-দশ চাকার লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম তপন কুমার মোদক বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার কালিতলা সমুদ্রগড় এলাকায়।ঘটনায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন মৃত তপন কুমার মোদক এর স্ত্রী। এছাড়াও নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় আহত হয়েছেন পথচলতি সব্জি বিক্রেতা সহ বেশ কয়েকজন ব্যক্তি। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। বনগাঁর শিমুলতলার বাসিন্দা অভিযুক্ত লরি চালক রতন মন্ডল সহ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। লরিটি এই দিন বনগাঁ থেকে ঝাড়খন্ডে যাচ্ছিল লোহা বোঝাই করার জন্য বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক ৭.৩০ নাগাদ নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরাসডাঙ্গা এলাকায় কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। অভিযুক্ত লরি চালক এর উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। প্রায় দু ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সকালে কৃষ্ণনগরের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা লরিটি নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহী সহ একটি চারচাকা গাড়ি ও সব্জিবাহী দুটি টলি ভ্যানকে পর পর ধাক্কা মারলে ঘটনাটি ঘটে‌। ঘটনায় মৃত্যু হয় বাইক আরোহীর এছাড়াও গুরুতর আহত অবস্থায় বর্তমানে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে আহত সব্জি বাহী টলি চালক সহ অন্যান্যদের। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply