মলয় দে, নদীয়া:- নির্বাচনের আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিলো প্রশাসনিক মহলে। দিন যত এগিয়ে আসছে, ক্রমশ চাপ বাড়ছে প্রশাসনিক। শহরে হোক বা গ্রামে, সড়কপথে জলপথে মূল প্রবেশদ্বারে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই উদ্দেশ্যে দুটি চেকপোস্ট তৈরি করা হয়েছে। শান্তিপুর থানা এলাকার একেবারে শেষ প্রান্তে বেলেডাঙ্গা মোড়ে একটি, যার মাধ্যমে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার চারটি পঞ্চায়েত যা শান্তিপুর ব্লকের অধীনস্থ, এবং তৎসহ জাতীয় সড়ক ধরে, উত্তরবঙ্গ থেকে কলকাতা যাতায়াত করা সমস্ত রকম যানবাহনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে । এবং অপরটি শান্তিপুর বিধানসভার অন্তর্গত শান্তিপুর ব্লকের ছটি পঞ্চায়েত এবং বর্ধমান ও হুগলি জেলা থেকে নদী পার হয়ে আসা বিভিন্ন যানবাহনের ওপর নিয়ন্ত্রণ রক্ষা করার উদ্দেশ্যে নরসিংহপুরে এ ধরনের অপর একটি চেকপোস্ট তৈরি করা হয়েছে।
সন্দেহভাজন যেকোনো তিন চাকা চারচাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়া খাটা,বিভিন্ন গাড়ি এমনকি যাত্রীবাহী বিভিন্ন গাড়ির পূর্ণ তদন্ত করা হচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মী, এবং শান্তিপুর থানার যৌথ ভাবে কাজ করতে দেখা গেলো আজ। প্রশাসনিক সূত্রে জানা যায়, নির্বাচন পর্যন্ত এভাবেই ২৪ঘন্টা কর্মরত থাকবেন।