জি আই তকমা পেল বাংলার ছৌ মুখোশ ! খুশি শিল্পীরা

Social

দীপ রায় : পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুণ্ডির চড়িদা গ্রাম মুখোশ তৈরির জন্য বিখ্যাত। লোকসংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে পুরুলিয়া জেলা। এবার এই মুখোশ শিল্প পেল কেন্দ্রের কাছ থেকে জিআই তকমা। কেন্দ্রের তরফ থেকে ৩১ জন শিল্পীর শংসাপত্রের তকমা তুলে দেওয়া হয়।এই ৩১ জন শিল্পী বিশ্বের যেকোনও বাজারে নিজেদের তৈরি মুখোশ বিক্রি করতে পারবেন। অনলাইনের মাধ্যমেও তারা জিনিসপত্র বিক্রি করতে পারবেন। ছৌ মুখোশ (Chhau mask) জিআই ট্যাগ পাওয়ায় ধীরে ধীরে বিশ্বের দরবারে পৌঁছে যাবে পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পের কথা।

পুরুলিয়া জেলা জুড়ে রয়েছে ছৌ নাচ। ছৌ শিল্পীদের নৃত্য ভারতের বাইরেও বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে। ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে ভারতের রাজধানী দিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডের কুচকাওয়াজের অনুষ্ঠানেও ছৌ নৃত্য পরিবেশন করেছেন বাংলার শিল্পীরা। এছাড়াও পুরুলিয়ার ছৌ শিল্পী তাপস কুমার মাহাতো ভারতবর্ষের যুব মন্ত্রণালয় এর হয়ে ছৌ-নাচ করার জন প্রতিনিধিত্ব করেছেন চীনে।

জানা যায় বাঘমুণ্ডির রাজপরিবারের দুর্গা প্রতিমা গড়তে এসেছিলেন বর্ধমানের সূত্রধর পরিবারের সদস্যরা। তারাই প্রথম মুখোশ চালু করেন।
জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পাওয়ায় খুশি ছৌ মুখোশ শিল্পীরা। তাঁরা আশায় আছেন এবার ভারতবর্ষের বাইরেও মুখোশশিল্প ছড়িয়ে পড়বে বিশ্বের দরবারে।

Leave a Reply