প্রচণ্ড তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি

Social

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান:   কয়েকদিন ধরে তাপদাহের অস্থির সাধারণ জনজীবন।প্রকৃতি যেন রুক্ষভাব মূর্তি ধারণ করেছিল। সাধারণ মানুষ থেকে পশু পাখি গাছপালা সবাই চাতক পাখির মতো তাকিয়েছিল কখন আসবে এক ফোঁটা স্বস্তির বৃষ্টি। অবশেষে সেই অপেক্ষায় অবসান। রবিবার দুপুরের পর থেকেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আকাশের মুখ ছিল ভার। আকাশের এক কোণে জমে উঠেছিল কালো মেঘ। অবশেষে কালো মেঘ থেকে ধরিত্রীর বুকে নেমে এলো এক পশলা শিলা বৃষ্টি। বর্ধমান শহরে এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

যদিও এটা চৈত্র মাস, তবে
কবীর ভাষায় বলতে গেলে ” “নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে,
ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে”;

Leave a Reply