মলয় দে, নদীয়া:- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ কে কেন্দ্র করে সাধারণ ভোটারদের উৎসাহিত করা, এবং নিরাপত্তার আশ্বাস প্রদান করা, তারই বিভিন্ন নিয়ম কানুন আইন এবং অভিযোগের যোগাযোগের উপায় সম্বলিত চারটি আলাদা বিস্তারিত হ্যান্ডবিল, বিতরণ করতে দেখা গেল শান্তিপুর থানার উদ্যোগে।
মুখ্য নির্বাচন আধিকারিক কর্তৃক ভোটদানের বিভিন্ন নিয়ম নীতি রানাঘাট পুলিশ জেলা নির্দেশে এই আয়োজন বলে জানা যায় বিশেষ সূত্র। যার মধ্যে নির্বাচনী বিধি লঙ্ঘিত হয় কি কি বিষয় এবং তার জন্য অভিযোগ বা কোথায় জানাতে হয়!, ভিভি প্যাট সঠিক কিনা তা বোঝার উপায়, ভোটকেন্দ্রে স্বাস্থ্যবিধির নানা কথা এ ধরনের নানা বিষয়ে সবিস্তারে লেখা আছে ওই চাকরি লিফলেটে। আজ থেকে শুরু হলেও, সকাল ১০টা থেকে দুপুর ২টো এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই প্রচার চলবে আগামী ১৭ইএপ্রিল পর্যন্ত। অল্প শিক্ষিতদের জন্য, ওই প্রচার গাড়িতেই থাকছে মাইক প্রচার, দু’ধরনের রেকর্ডিং ক্যাসেটে সমস্ত জিজ্ঞাস্য উল্লেখ আছে, বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে, আবারো পথ চলা শুরু! প্রত্যন্ত গ্রাম শহর পৌঁছাবেন শান্তিপুর থানার অন্তর্গত সমস্ত এলাকায়।
শনিবার সকাল ১১ টা নাগাদ শান্তিপুর থানা থেকে, এই প্রচার গাড়ি বেরিয়ে স্থানীয় ১৬ নম্বর ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ড ঘুরে কৃষ্ণ কালিতলা হয়ে পৌঁছেছে নৃসিংহপুর, সমগ্র হরিপুর সেরে রাত আটটায় ফিরবে প্রচার গাড়ি। এভাবেই চলবে টানা ১৪ দিন।