মলয় দে, নদীয়া :-রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল হয়ে যাওয়ার লরির পেছনে দ্রুতগতিতে ছুটে আসা ট্রেকার ও বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন তিনজন ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নদীয়া চাকদহের ডিগ্রি মোড় এলাকায়। ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন দুপুরে চাকদহ সিংহের বাগান এলাকা থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল লরিটাকে। এরপর ট্রেকারের পেছনে থাকা একটি প্যাসেঞ্জার ভর্তি রুটের বাস একই ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফের ধাক্কা মারে ট্রেকার ও লরিটির পেছনে। যার ফলে তীব্র আওয়াজে সাময়িকভাবে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের সহযোগিতায় আহত তিন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেকার ও বাসটিকে নিজেদের হেফাজতে নেয় চাকদহ থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক গাড়িচালকেরা। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্ত গাড়িচালকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।