মলয় দে, নদীয়া :- বরাবরই নিজেকে গ্রামের ছেলে এবং কৃষক বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন রানাঘাট তপশিলি কেন্দ্রের সংসদ জগন্নাথ সরকার। এবারে শান্তিপুর বিধানসভায় বিজেপির পদপ্রার্থী তিনিই। প্রচার এর মূলমন্ত্র একটাই, সংসদ হয়েছি বিধায়কও হবো নিশ্চিত তবে, বহু বছর বাদে শান্তিপুর থেকে আবারও মন্ত্রিসভায় আপনাদের ঘরের ছেলে জগন্নাথ সরকার কে দেখতে হলে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
সদাহাস্য, ধীর স্থির কর্মচঞ্চল জগন্নাথ সরকার প্রায় প্রতিদিনই, দিনের আলোয় সারছেন প্রচার, সন্ধ্যের পর থেকে সাংগঠনিক কর্মী বৈঠক। প্রখর রৌদ্রেও ও তার এতোটুকু, ক্লান্তি নেই কারণ তিনি কৃষক পরিবারের সন্তান। তাই আজ সকাল দশটা নাগাদ বাগআঁচড়া বাগদেবী মায়ের আরাধনা সেরে , ওই স্থানের পাশে একটি চাষের মাঠে কৃষকের সহযোগিতায় এবং প্রচারে নেবে পরলেন মাটি চষতে। গলার উত্তরীয় পাগড়ি হিসাবে বেঁধে নিয়ে, নিজেই উঠে পড়লেন ট্রাক্টরে! এরপর রীতিমতো পেশাদারী ভঙ্গিমায়ে পূর্ণ মাঠ চোষতে শুরু করলেন তিনি! কৃষকরা এ দৃশ্য দেখে হতবাক! অনেকের দাবি, ক্ষণিকের জন্য হলেও প্রমাণিত হলে সে আমাদেরই। এরপর ট্রাক্টর থেকে নেবে তিনি জানান , চাষের কোন কাজই তার অজানা নয়, বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার আগে পর্যন্ত তিনি সকালে বিকালে মাঠের কাজ করতেন। কিছুদিন হলো তা ব্যাঘাত ঘটছে, তবে চাষের মাঠ একবার হলেও পরিদর্শনে যান তিনি, কারণ মাটিই তাকে সফলতা দেখিয়েছে।