প্রসূতি মায়ের নেগেটিভ গ্রুপের রক্ত দিয়ে জীবন বাঁচালেন ইংরেজবাজারের সনাতন

Social

দেবু সিংহ,মালদা: একদিকে করোনাকালীন পরিস্থিতি অন্যদিকে বিধানসভা ভোট ফলে রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। বিশেষ করে সারাবছর নিয়মিত যাদের রক্তের দরকার হয় তারাও পড়েছে মহাবিপদে।   নেগেটিভ রক্তের। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মার্তৃমা বিভাগে যমজ সন্তানের জন্ম দেন এ নেগেটিভ (A-) রক্তের উর্মিলা রায়। হন্যে হয়েও ওই গ্রুপের রক্ত পাচ্ছিলেন না উর্মিলা রায়ের পরিবার। এই অবস্থায় ত্রাতা হয়ে বৃহস্পতিবার বিকেলে হাজির হলেন সনাতন মন্ডল নামে এক যুবক।

এদিন মালদা মেডিক্যালের ব্লাডব্যাঙ্কে এসে তিনি রক্ত দেন। পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস এ্যান্ড গাইডস মালদা জেলা শাখার প্রচেষ্টায় পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহযোগিতায় ইংলিশবাজারের অমৃতির যুবক সনাতন মন্ডল খবর পেয়েই ছুটে আসেন মালদা মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে। তিনি জানিয়েছেন, আবারও রক্তের প্রয়োজন হলে তিনি এসে রক্ত দেবেন।

Leave a Reply