মলয় দে নদীয়া:- নদীয়ার নবদ্বীপে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মূক ও বধির লটারি বিক্রেতা ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। এমনি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকালে নবদ্বীপ শহরের বৈদিক পাড়া লেনে।
জানা যায় মৃত ব্যাক্তি নাম গোবিন্দ দেবনাথ, বয়স আনুমানিক ৫০ বছর,পেশায় লটারি বিক্রেতা।
মৃত ব্যাক্তির ভাই জানায় এদিন সকালে ঘরে দেখতে পায় তার দাদা সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে,খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ, পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মৃত বলে জানায়। আজ দেহটি ময়না তদন্তের জন্য শক্তি নগর জেলা হাসপাতালে পাঠাল পুলিশ।