গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যে এক ঘন্টায় ২৫৫০ টি পুশ আপ তমলুকের যুবকের

Social

সোশ্যাল বার্তা : কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকগেছিয়া গ্রামের সেক আজিজুর এক ঘন্টায় ২৫৫০ টি পুশআপ দিলেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার জন্য এক ঘন্টায় ২২০০ টি পুশআপের লক্ষ্যমাত্রা নেয় আজিজুর।

৫ জুলাই সোমবার নিজের বাড়িতেই ২৫৫০ টি পুশআপ দেয় আজিজুর। এর আগে ২০২০ সালের ২৮ জুলাই তিরিশ মিনিটে ১১৩৯ টি পুশ আপ দিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এ নাম তুলেছে। বন্ধু সুমন ভক্তার ট্রেনিংয়ে প্রশিক্ষিত হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার লক্ষ্যে এদিন ২৫৫০ টি পুশআপ দেন তিনি।

বাবা রুহুল আমিন রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন । তিনি জানান ছেলের এই কর্মকাণ্ডে তিনি খুশি । আরও ভালো হবে সে এগিয়ে যাক সেটাই কামনা করেন তিনি ।

Leave a Reply