সোশ্যাল বার্তা : অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনমালীচট্টা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনের শুভসূচনা হয়।সেই সাথে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশ্ববরেণ্য দার্শনিক তথা ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ৪৮ তম প্রয়াণদিবসে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষা চালু থাকার জন্য সংক্ষিপ্ত আজ আমাদের আদর্শ আকারে প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসবের মাঙ্গলিক শুভসূচনা করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র জানা ও বিদ্যালয়ের রূপকার তথা প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত প্রধান শিক্ষক পীতাম্বর দাসের মর্মরমূর্তি তে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র, প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার সুর,প্রাক্তন শিক্ষক ডঃ চন্দন মান্না, প্রাক্তন সভাপতি পঙ্কজ প্রধান, প্রাক্তন সম্পাদক শুকদেব জানা ও আনন্দময় দাস, প্রাক্তন শিক্ষক দীপক মাইতি, গোপাল দীক্ষিত, অশোক প্রধান,সুখেন্দু বারিক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ডঃ দেবব্রত মাইতি, দেবাশীষ মহাপাত্র, শ্রীকৃষ্ণ ভূঞ্যা,রাজশেখর মন্ডল প্রমুখ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র বলেন এ পরিস্থিতিতে আগামী ২৯ ও ৩০ শে এপ্রিল এবং ১ লা মে রাজ্য সরকারের একাধিক মন্ত্রীগণ,বিদগ্ধ প্রাক্তন ছাত্র ও শিক্ষাবিদ সহ সর্বস্তরের জনপ্রতিনিধিরা এবং অন্যান্য অতিথিবর্গ উপস্হিত থাকবেন।বিদ্যালয় পরিবারের সকল সদস্য ও শিক্ষানুরাগী দের অনুষ্ঠানের দিনগুলিতে উপস্থিত থাকার সাদর অামন্ত্রন জানান।প্রাক্তন প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির কার্ষকরী সভাপতি মামুদ হোসেন তাঁর বক্তব্যে বলেন প্রাক্তন ছাত্র তথা উৎসব কমিটির সভাপতি ডাঃ বিধান চন্দ্র ভূঞ্যার বদান্যতায় ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির অাবরণ উন্মোচন করা হবে।সেই সাথে বিদ্যালয়ের পরিকাঠামোর সংস্কার ও গরীব এবং মেধাবী ছাত্রদের জন্য একটি তহবিল গড়ে তোলা হবে।
প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসব কে সফল করার লক্ষে সর্বস্তরের জনসাধারণ সহ বিদ্যালয়ের বৃহত্তর পরিবারের সকল সদস্য কে অার্থিক সাহায্য ও সহযোগিতার হাত বাড়াবার অাবেদন জানান প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার সুর বিদ্যালয়ের ৭৫ বছরের ইতিহাসের স্মৃতিচারণা করেন।ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রয়াণদিবসে তাঁর জীবনাদর্শে শিক্ষক সমাজকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান মামুদ হোসেন।