মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলো মালদার ক্ষুদে পড়ুয়া সায়ন্তিকা দাস

Social

দেবু সিংহ,মালদা: অবশেষে সাইকেল চালিয়ে নয়,  আট বছরের শিশু সায়ান্তিকা দাসের সাথে দেখা করার জন্য সরাসরি ট্রেনের টিকিট পাঠিয়ে দেখা করার সুযোগ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার  মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মালদা জেলাশাসক রাজর্ষি মিত্রের কাছে ফোন আসে। জরুরী ভিত্তিতে সায়ন্তিকা দাস ও তার পরিবারকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। সায়ন্তিকা দাসের পরিবারের সাথে কথা বলেন জেলাশাসক।

মালদা – হাওড়াগামী ট্রেন সরাইঘাট এক্সপ্রেসে টিকিটের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে কালীঘাট যাবে সায়ন্তিকা সাইকেল চালিয়ে। কলকাতার পুলিশের পক্ষ থেকে  সমস্ত ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য , মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী , রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুযোগ পেয়ে মালদা শহরের মনস্কামনা পল্লী এলাকার বাসিন্দা সায়ন্তিকা দাসের দুই দিদি উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। মধ্যবিত্ত পরিবারের প্রদীপ দাসের ছোট মেয়ের সায়ন্তিকা দাস। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পাঠরত।  সরকারি এই প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য মন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে মালদা থেকে সাইকেল চালিয়ে কলকাতার কালীঘাটের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আর সেই বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা জেলা জুড়ে । এরপরই খবর গিয়ে পৌঁছায় নবান্নে। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার ওই খুদে  স্কুলপড়ুয়াকে দেখা করার জন্য প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়।

Leave a Reply