কলকাতা:- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশন এর উদ্যোগে রবিবার মহিলা শাখা (ইস্টার্ন ইন্ডিয়া ব্র্যান্সের) আয়োজিত মহিলা সম্মেলন আয়োজিত হল কাঁকুড়গাছি উৎসব মঞ্চে।
জানা যায় বর্তমানে ব্যাংকিং পরিসেবায় মহিলা আধিকারিকদের সংখ্যা প্রায় ৪০ শতাংশের কাছাকাছি। উক্ত সম্মেলনে বিশিষ্ট মহিলা ব্যক্তিত্ব বিশিষ্ট লেখক ও যুবসমাজের প্রতিমূর্তি শ্রীমতী দেবারতি মুখোপাধ্যায়, মাননীয়া সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং বিশিষ্ট মহিলা ডক্টররা উপস্থিত ছিলেন ।
মহিলা অফিসাররা যে ভাবে কর্মক্ষেত্র ও ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষা করে ,পুরুষ সহকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে তাদের অবদান রাখছেন সেই বিষয়ের উপর আলোচনা হল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ এক্সিকিউটিভ এবং সর্বভারতীয় নেতা সঞ্জয় দাস , সম্পাদক সর্বভারতীয় সম্পাদক আইনবফ সহ অন্যান্যরা ।