দেবু সিংহ মালদা : শিবরাত্রি উপলক্ষ্যে শিবলিঙ্গে জল ঢেলে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করলেন মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মালদা শহরের নেতাজি সুভাষ রোডে একটি শিব মন্দিরে পুজো দেন কৃষ্ণেন্দু বাবু। সঙ্গে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন মহা শিবরাত্রি উপলক্ষে একটি যজ্ঞের আয়োজন করা হয়।যজ্ঞের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য কামনা করা হয়।
এদিন শিব পূজা করার পর কৃষ্ণেন্দু বাবু জানান, শিবরাত্রি উপলক্ষে পুজোর আয়োজন করা হয়। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য কামনা করে যজ্ঞের আয়োজন করা হয়।
উল্লেখ্য বুধবার নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় তার বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কলকাতার পিজি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
এরপর গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে পূজার্চনা করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। মালদা জেলাতেও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করে যজ্ঞের আয়োজন করেন।