নির্বাচনের প্রাক্কালে মালদায় শুরু হয়েছে নাকা চেকিং

Social

দেবু সিংহ, মালদা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদায় শুরু হয়েছে নাকা চেকিং। জেলা পুলিশের উদ্যোগে মালদার বিভিন্ন থানা এলাকায় যানবাহনে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার দেখা গেল মালদা শহরের রথবাড়ি এলাকাতে যাত্রী বোঝাই বিভিন্ন ধরনের যানবাহন থেকে শুরু করে পণ্যবাহী গাড়িগুলিতে নাকা চেকিং-এর কাজ শুরু করেছে পুলিশ। বিধানসভা ভোটের প্রাক্কালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর জেলা পুলিশ প্রশাসন ।

এদিন সকাল থেকেই মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন যানবাহন গুলিতে তল্লাশি চালায় পুলিশ। যাত্রীদের কাছে থাকা পরিচয় পত্র সহ নানান ধরনের গাড়িতে মজুত সামগ্রী খতিয়ে দেখেন তদন্তকারী পুলিশ কর্তারা । কোথাও কোনো রকম সন্দেহভাজন পরিস্থিতি তৈরি হলে সেই সব যাত্রীদের সঙ্গে কথা বলেন তদন্তকারী পুলিশ কর্তারা।

Leave a Reply