দেবু সিংহ,মালদা: নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করল প্রশাসন। বুধবার মালদা মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীদের মূলত যারা নতুন ভোটার হয়েছে তাদের ভোটদানে আগ্রহ বাড়াতে উৎসাহিত করল নির্বাচন কমিশনের অধীন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার । এদিন নির্বাচন সম্পর্কিত বিভিন্ন ক্যুইজ আয়োজন করে। নতুন ভোটাররা উত্তর দেন এবং উত্তর না পারলে উপস্থিত আধিকারিকরা সহযোগিতা করেন। যারা ক্যুইজ উত্তর দেন তাদের টি শার্ট কলম চকলেট দেওয়া হয়।
এদিন সংস্লিষ্ট মেডিক্যাল কলেজের কনফারেন্স হলে শতাধিক নতুন ভোটার ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোকপাত করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা শাসক সাধারন) বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) মৃদুল হালদার, মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখার্জি, নির্বাচন আধিকারিক লিটন সাহা, প্রমুখ।