দীপ রায়,নদীয়া :-করোনা সংক্রমণের জেরে একসময় জারি হয়েছিলো লকডাউন। লকডাউনের ফলে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন আবার কেউ বা পেশা বদল করতে বাধ্য হয়েছেন। করোনা সংক্রমণ রুখতে এক সময় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনও বন্ধ করে দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে চলে পড়াশুনা। সেই সময় থেকে বিদ্যালয়গুলি থেকে পরিবারের অভিভাবকের হাতে দেওয়া শুরু হয় ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল এর জিনিসপত্র ।
বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ থাকায় প্রতিমাসে দেওয়া হচ্ছে এই মিড-ডে-মিল এর জিনিসপত্র । বর্তমানে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন চালু হয়েছে। ফলে মার্চ মাসেও অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে মিড-ডে-মিল।
নদীয়া জেলার ধুবুলিয়ার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান , মার্চ মাসে মিড ডে মিলে কিছু জিনিসপত্রের সংযোজন ঘটেছে।
মার্চ মাসে দেওয়া হচ্ছে : একটি ট্যাবলেট ,
চাল-২ কেজি, ছোলা-১ কেজি, আলু-১ কেজি, সয়াবিন-২০০ গ্রাম, মুসুরির ডাল-২৫০ গ্রাম এবং লাইফবয় সাবান ১০ টাকা দামের একটি।
মিড-ডে-মিল নিতে আসা একজন অভিভাবক বলেন “করোনার আগে ট্রেনে হকারী করে সংসার চালাতাম কিন্তু কাজ হারিয়েছিলাম। বর্তমানে আবার ট্রেনে হকারি শুরু করেছি কিন্তু সেই করোনার সময়ে ছেলের মিড-ডে-মিল এর প্রাপ্য জিনিস জীবনে বাঁচার ক্ষেত্রে খুব সহায়তা করেছে”।