আন্তর্জাতিক নারী দিবসে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য স্থায়ী স্যানিটারি ন্যাপকিন বক্স স্বেচ্ছাসেবী সংস্থার

Social

দীপ রায়,নদীয়া: ৮ই মার্চ  বিশ্ব নারী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানান ভাবে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। নদীয়া জেলার হাঁসখালি ব্লকের বগুলাতে একটু অন্য ভাবনা নিয়ে পালিত হলো এই দিনটি,সৌজন্যে রুটি ব্যাঙ্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

উল্লেখ্য এই স্বেচ্ছাসেবী সংস্থা রুটি ব্যাংক করোনাকালীন পরিস্থিতিতে অভুক্ত মানুষের জন্য তৈরি হলেও বর্তমানে সমাজের বিভিন্ন ইতিবাচক কাজে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছে।

সংস্থাটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে বগুলার ৪ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য স্থায়ী স্যানিটারি ন্যাপকিন বক্স বসানো হয়েছে ছাত্রীদের শৌচাগারে। নারীদের পিরিয়ডের দিন গুলোতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ও সচেতনতা বাড়াতে, বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে নিয়ে প্রত্যেক ক্লাস রুমে ছাত্রীদের সাথে আলোচনা করা হয়।

রুটি ব্যাঙ্কের সদস্যরা জানায় “নারীর স্বাস্থ্য ও সুরক্ষার ভাবনা থেকে তাদের এই কর্মসূচি। সমাজের সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে, নারীদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে সচেতনতা বাড়াতে আরো প্রচার করা হবে। আগামী দিনে পার্শ্ববর্তী এলাকার বিদ্যালয় ও পাবলিক টয়লেটেও এই ধরনের স্যানিটারি ন্যাপকিন বক্স বসানোর পরিকল্পনা রয়েছে”।

স্বেচ্ছাসেবী সংস্থার এই ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা ।

Leave a Reply