দীপ রায়,নদীয়া : বর্তমানে রাজ্যজুড়ে বেজেছে ভোটের দামামা অপরদিকে শুরু হয়েছে প্রচন্ড গরম। ফলে রাজ্যের অধিকাংশ ব্লাডব্যাঙ্কে প্রায় রক্তশূন্য। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত পেতে অসুবিধা হচ্ছে। তবে এগিয়ে এসেছে সেবামূলক সংস্থার সদস্যরা । থ্যালাসেমিয়া রোগী ও মুমূর্ষু ব্যক্তিদের জীবন বাঁচাতে এগিয়ে এল নদীয়া জেলার হাঁসখালী ব্লকের বগুলা পূর্বপাড়া হাইস্কুলের জাতীয় সেবা প্রকল্প ইউনিট।
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বগুলা পূর্ব পাড়া উচ্চবিদ্যালয় (উঃমঃ) জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথম রক্তদান করেন রিমি টপ্পো, প্রাক্তন সদস্য জাতীয় সেবা প্রকল্প সহ ৭জন নারী। সামিল হন পুরুষ রক্তদাতারাও, ২৬ জন পুরুষ রক্তদান করেন। শিবিরে মোট ৩৩ জন রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে অধিকাংশই ছিল এন এস এস এর প্রাক্তন সদস্য।
রক্তসংগ্রহ করে আনুলিয়া ব্লাড ব্যাঙ্ক, রানাঘাট মহকুমা হাসপাতাল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার বিশ্বাস ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ ।
জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার শ্যামল টপ্পো জানান “জাতীয় সেবা প্রকল্প সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। সামনেই ভোট ফলে রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তস্বল্পতা মেটাতে আমাদের এই উদ্যোগ।