নবদ্বীপের স্বরূপগঞ্জে যুবশক্তির উদ্যোগে রক্তদান শিবির

Social

দীপ রায় : করোনা সংক্রমণের জেরে একসময় জারি হয়েছিল লকডাউন। লক ডাউনের সময় থেকেই রাজ্যের অধিকাংশ ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য। রক্তস্বল্পতা মেটাতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে এসেছেন। বর্তমানে রাজ্য জুড়ে বেজেছে ভোটের দামামা অন্যদিকে গ্রীষ্মকালীন গরম। ফলে যে পরিমাণে রক্তদান শিবির হওয়ার কথা তার পরিমান কমে গেছে।

ব্লাডব্যাঙ্কে রক্তের স্বল্পতা মেটাতে এগিয়ে এল নদীয়া জেলার নবদ্বীপ ব্লকের অন্তর্গত স্বরূপগঞ্জ যুবশক্তি’র সদস্যরা। রবিবার  স্বরূপগঞ্জ রেলবাজারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুণ্ডরীকাক্ষ সাহা, বিমান কৃষ্ণ সাহা, তাপস ঘোষ সহ অন্যান্যরা।

যুবশক্তির পক্ষে এলাকার শিক্ষক কল্লোল কর বলেন ” রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন ব্লাডব্যাঙ্কে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত পেতে অসুবিধা হচ্ছে । মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতেই আমাদের এই উদ্যোগ”।
রক্তদান শিবিরে মোট ৯২জন রক্তদাতা রক্তদান করেন।

Leave a Reply