আখ চাষীদের কপালে চিন্তার ভাঁজ

Social

দেবু সিংহ,মালদা: সারের কালোবাজারি এবং বৃষ্টি কম হওয়ার কারণে এবছর মালদা জেলার আখ চাষীদের কপালে চিন্তার ভাঁজ। আখ চাষ করতে খরচ বেড়ে যাওয়ায় লাভের মুখ অনেকটা কম। ‌ মালদার ইংলিশবাজার ব্লকের কাজী গ্রাম অঞ্চলের দামোদর পুরের বাসিন্দা হরিপদ মন্ডল এবছর সোয়া দুই বিঘা জমিতে আখ চাষ করেছেন। খরচ হয়েছে লক্ষাধিক টাকা। সারের কালোবাজারির জন্য অধিক মূল্যে সার কিনতে হয়েছে, শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং বৃষ্টি কম হওয়ার কারণে এবছর আখ চাষে সেই রকম ভাবে লাভের মুখ দেখছেন না তারা। তিনি প্রায় শোয়া দুই বিঘা জমিতে আখ চাষ করেছেন। খোলা বাজারে এগারো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আখ। জমি থেকে এসেই আখ নিয়ে যান ব্যবসায়ীরা।

Leave a Reply