সমাজের প্রান্তিক মানুষদের মধ্যে ব্রাহ্মসমাজের বস্ত্র বিতরণ

Social

মলয় দে, নদীয়া:-নদীয়ার শান্তিপুর ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠানে রবিবার অনুষ্ঠিত হলো দুঃস্থ ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের উদ্দেশ্যে এক বস্ত্র বিতরনের অনুষ্ঠান । তবে সূত্রের খবর এই বছর অনুষ্ঠিত হচ্ছে না এখানে বসন্ত উৎসব , এবং তারই পরিবর্তে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণের অনুষ্ঠান ।

ভারত বর্ষের বুকে সমাজ সংস্কারের অন্যতম কারিগর ও নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের হাত ধরেই ঘটেছিল নবজাগরণের উন্মোচন । গড়ে উঠেছিল সারা বাংলা ও ভারত বর্ষের বুকে কয়েক শতাধিক ব্রহ্ম সমাজের শাখা সংগঠন । নদীয়ার শান্তিপুরের ব্রহ্ম সমাজের পথ চলা শুরু ১৮৬৪ সাল থেকে । বর্তমানে এই সংগঠনের অন্যতম কর্ণধার তপব্রত ব্রহ্মচারীর সূত্রে জানা যায় কোনো দিনই কোনো রকম সরকারি সাহায্য বা সহায়তার তোয়াক্কা না করে তাদের উক্ত সংগঠনের কর্মীদের চাঁদার ওপর ভিত্তি করে চিরকালই এই সংগঠনের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় এবং বর্তমানেও তার ব্যাতিক্রম হয় নি ।

প্রত্যেক বছর ব্রাহ্ম সমাজের নেতৃত্বে সামাজিক ক্রিয়া কলাপগুলি হলো — আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের বিনামূল্যে পঠন পাঠন শেখানো , বস্ত্র বিতরণ , বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কর্ম কাণ্ড পরিচালনা করা , লাইব্রেরি স্থাপন ইত্যাদি । যদিও সূত্র মারফত জানা যাচ্ছে এই বছর ব্রাম্য সমাজের নেতৃত্বে অনেক কর্ম কাণ্ড পরিচালনা করা সম্ভব হয় নি কোভিড ১৯ এর জন্য । তবে আগামী দিনে তাদের নেতৃত্বে আরো বেশি সামাজিক কর্ম কাণ্ড পরিচালিত হবে সমাজ ও পরিবেশের স্বার্থে — এমনটাই জানাচ্ছেন এই সংগঠনের কর্মকর্তা তপোব্রত ব্রহ্ম চারী ।

Leave a Reply