দেবু সিংহ,মালদা: মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের মুকুটে জুড়লো আরো একটি পালক।
মালদা শহরের ৩২০ মোড় ব্যবসায়ী সমিতি যুক্ত হলো মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সঙ্গে। শনিবার বিকেলে বানিজ্য ভবনে একটি সভার মাধ্যমে শতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে নতুন কমিটি তৈরি করা হয়।
উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, কোষাধক্ষ্য বিমল চন্দ্র দাস, নতুন কমিটির সম্পাদক সুজয় বণিক সহ অন্যান্যরা।
এই বিষয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, ১৮২ টি ব্যবসায়ী সংগঠন ছিল। এদিন আরও একটি সংগঠন জুরলো মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সঙ্গে।
শহরের ৩২০ মোড় এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলতেন স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। তাদের অভিযোগ পেয়ে পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে সমস্ত ব্যবসায়ী এক হয়ে একটি কমিটি তৈরি করে।
মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে শতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে ১৯ জনের একটি কমিটি তৈরি করা হয়। তিনি বলেন আগামী দিনে যদি ব্যবসায়ীদের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বা তোলা তুলার চেষ্টা করে তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বৃহত্তর আন্দোলনে নামবে।