সোশ্যাল বার্তা : পাঁশকুড়ায় তৈরি হয়েছে নতুন বিনোদন, যার মধ্যে রয়েছে সুবিশাল এলাকাজুড়ে সৌন্দর্যায়ন সুসজ্জিত একটি পার্ক। প্রায় ১০কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন পার্ক। যা পাঁশকুড়াবাসীর কাছে এক নতুন চমক একপ্রকার উপহার বলা যায়।কিন্তু এই পার্ক পেয়ে খুশি নন এলাকাবাসীরা তাদের দাবি এলাকার উন্নয়ন না করে তার আগে পার্ক উদ্বোধন করাটা উচিত হয়নি।এলাকাতে রয়েছে পানীয় জল ও রাস্তাঘাটের চরম অবস্থা। পাঁশকুড়া পৌরসভা সাধারণ মানুষকে সুবিধা দিতে তৈরি করা হয়েছিল জল প্রকল্প কিন্তু সেই জল প্রকল্প বন্ধ হয়ে পড়ে আছে।ওই জল এতই মোটা এবং তাতে বেশকিছু বার পোকামাকড়ও দেখা গিয়েছিল।দুইবেলা করে জল দেওয়া হবে বলে বললেও এখন একবারের বেশি জল দেওয়া হচ্ছেনা।তাই সাধারণ মানুষকে বিকল্প হিসেবে সাবমারসিবল জল ব্যবহার করতে হচ্ছে।অনেক দূর থেকে সাবমারসিবেলের জল নিয়ে যেতে হচ্ছে। তাদের আরো দাবী রাস্তাঘাট প্রচণ্ড খারাপ বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল।অথচ পৌরসভার সেদিকে নজর নেই। তাদের দাবি আগে এলাকার সমস্যার সমাধান মিটিয়ে তারপরে পার্ক করলে ভালো হতো। যদিও এই নিয়ে একই সুরে তৃণমূলকে বিদেশে বিজেপি ও কংগ্রেস।
বিজেপি জেলা সভাপতি তপন ব্যানার্জি বলেন-“পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সরকারি টাকাকে আত্মসাৎ করছে। রাস্তাঘাটের উন্নয়ন করেনি, পানীয় জলের ব্যবস্থা করেনি। যতই মন্ত্রী আসুক না কেন পাঁশকুড়া পৌরসভাতে তৃণমূল কংগ্রেস গোহারা হারবে।
তৃণমুল স্থানীয় নেতৃত্ব অবশ্য বলছেন বিজেপি,সিপিএম কংগ্রেসের লোকজন চোখে উন্নয়ন দেখতে পান না। জলের সমস্যা মেটানোর কাজ চলছে।
এই নিয়ে প্রাক্তন কাউন্সিলর তথা কংগ্রেস নেতা কল্যাণ রায় বলেন-“পৌরসভায় এখনো পর্যন্ত বেশ কিছু সমস্যা রয়েছে অথচ পৌরসভা সেইসব সমস্যার সমাধান না করে আজকে এইভাবে পার্ক উদ্বোধন করছে। এলাকার সমস্যার সমাধান না মিটিয়ে আজকে এত কোটি টাকা খরচ করে পার্ক করছে।
যদি বিজেপি ও কংগ্রেসের এই মন্তব্য কে মানতে নারাজ শাসক দল পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন-“আর কিছুদিন অপেক্ষা করতে হবে। অনেক দূর থেকে এটাকে আনতে হচ্ছে তাই একটু সময় লাগবে। উন্নয়নের সাথে পার্ক উন্নয়ন হচ্ছে। একটু খারাপ রাস্তা থাকতে পারে।লাইট ছাড়া চললে অসুবিধা হবে।কিন্তু যদি অক্সিজেন না থাকে তাহলে বাঁচবেন কিভাবে। আগে তো বাঁচবেন তারপর উন্নয়ন টাকে উপলব্ধি করবেন। পার্ক হচ্ছে বাঁচার জন্য আর উন্নয়নটা হচ্ছে উপভোগ করার জন্য।