সোশ্যাল বার্তা, হলদিয়া: সকাল ৯ টা নাগাদ হলদিয়া এইচ.পি.এল লিঙ্ক রোডে এক মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটে । ঘটনাটি ঘটেছে শনিবার হলদিয়া মহাকুমার দুর্গাচক থানার এলাকায় ।
একটি যাত্রীবাহী অটোর সাথে একটি দশ চাকার মুখোমূখি সংষর্ষে প্রান যায় একজন বছর তিরিশ এর মহিলার ও আহত হয় ৩শিশু সহ একই পরিবারের সাত জন। প্রত্যেকের বাড়ি দুর্গাচক থানা এলাকায় পাথরবেড়িয়া গ্রামের প্রাক্তন পঞ্চায়েত আয়নাল হক তার সপরিবারে, হলদিয়া মহকুমা আদালতে একটি মামলা নিষ্পত্তির জন্য বাড়ির টোটোতে করে যাচ্ছিল। হলদিয়া আদালতে যাওয়ার পথেই এইচপি লিংক রোডের সামনে একটি বড় ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। টোটো টি বাড়ির লোককে চালাচ্ছিল বলে জানা যায়। ঘটনাস্থলেই মারা যায় আয়নাল হকের বৌমা। শিশুসহ ৫জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।