সোশ্যাল বার্তা: নদীয়া জেলার কৃষ্ণনগর ১নং ব্লকের ভূতপাড়ার কাছে রাস্তার পাশে সোমবার দেখা যায় এক বৃদ্ধাকে। বয়স ৭০। রাস্তা দিয়ে অনবরত গাড়ি বা মানুষজন যাতায়াত করলেও কাউকে তার পাশে দাঁড়াতে দেখা যায়নি। কিন্তু চোখ এড়াইনি চিত্রশালীর হাজারীনগরের সৌরভ মন্ডলের। কৃষ্ণনগরের উদ্দেশ্যে বিয়ে বাড়িতে আসছিলেন তিনি। তার সাথে ছিলেন তার এক বন্ধু। অনেকেই মুখ ফিরিয়ে নিলেও সৌরভ সেখানে দাঁড়িয়ে পড়েন, ভাবেন কি করা উচিত ! তখনই সে যোগাযোগ করে তাদের সেবামূলক সংগঠন প্রচেষ্টার সদস্যদের সাথে। কৃষ্ণনগরের এই সংগঠন সারা বছর ধরে সাধারণ মানুষের জন্য বিনে পয়সায় রক্ত জোগাড়ের সহযোগিতা করে থাকে। সংগঠনের সম্পাদক সুদীপ্ত ভৌমিক ভরসা দেন যেভাবেই হোক ওই বয়স্ক বৃদ্ধাকে নিজের বাড়িতে পৌঁছাতে হবে। একথা শুনে সৌরভ ওই বৃদ্ধাকে টোটোয় চাপিয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিয়ে আসেন।সেইসাথে তারা সোশ্যাল সাইটে ওই বৃদ্ধার ছবি দিয়ে পোস্ট করা হয়। সেই পোস্ট দেখে বাহাদুরপুরের সুব্রত ভট্টাচার্য ওই বৃদ্ধাকে চিনতে পারেন। কাল বিলম্ব না করে তিনি তার পরিবারের কাছে খবর পৌঁছান। অবশেষে রাত্রির ন’টা নাগাদ ওই বৃদ্ধার পরিবারের লোকজনেরা কোতয়ালী থানায় হাজির হন। পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায় ঐ বৃদ্ধার নাম জ্যোৎস্না ঘোষ। পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে “প্রচেষ্টা” স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আনন্দিত।
এই প্রসঙ্গে সৌরভ জানান “ওনাকে বাড়ি ফেরাতে পেরে খুব আনন্দ হচ্ছে। ফেসবুকে কত কি দেখতে পাই। সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করতে পারলে মানুষের কত উপকার হয় তা প্রমাণিত হলো” ।