কৃষ্ণনগরে দিবাঙ্গ শিশুদের নিয়ে বিশেষ কর্মসূচি স্বপ্নের ইচ্ছেপূরণের

Social

রমিত সরকার,নদীয়া: ২৯শে ফেব্রুয়ারি যা বিশেষ দিন হিসেবে পরিচিত। প্রতি ৪ বছরে একবার আসে। তারা আগের বছর সেই দিনটি কাটিয়েছিলেন দিবাঙ্গ শিশুদের সাথে।

আর গতকাল ছিল ২৮শে ফেব্রুয়ারি, সেই মতো এবছরও তারা সেই দিবাঙ্গ শিশুদের সাথে কাটালেন একটি বিশেষ দিন।

নদীয়া জেলার কৃষ্ণনগরের নগেন্দ্র নগর মাঠপাড়া বারোয়ারি তে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে রবিবার এক অভিনব কর্মসূচির আয়োজন করেছিল স্বপ্নের ইচ্ছেপূরণ সংস্থার সদস্যবৃন্দ।

তারা আঁকলো ভারতের পতাকা, বালতিতে বল ফেললো, খেললো স্মৃতি ধরে রাখা খেলা। এছাড়াও তারা দেখালো তাদের অসাধারন প্রতিভা। কেউ করল গান, কেউ আবার আবৃত্তি। কেউ কেউ আবার মন খুলে নৃত্য পরিবেশন করল। সবশেষে তারা তাদের হাতে তুলে দিল আকর্ষণীয় উপহার ও গাছ ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক দেবী প্রসাদ সরকার এর প্রতিনিধি । তিনি একজন শিক্ষকতার পাশাপাশি তিনি নানান সমাজ সেবার সাথে যুক্ত। তিনি এই সংস্থার একজন সদস্য। ছিলেন ইন্দ্রজীৎ গুপ্ত, বিশিষ্ট ব্যক্তি হিসেবে ছিলেন সুশীল কুমার বসু মহাশয়, সমীরেন্দ্র চ্যাটার্জি, কমল মৈত্র সহ অন্যান্যরা  ।

সংস্থার সদস্যরা জানান করোনার সময়ও তার সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন তবে এই কাজ তাদের আত্মতৃপ্তি অনেকটা বাড়িয়ে তোলে এমনকি কাজ করার অনুপ্রেরণা পান তারা।

Leave a Reply