দেবু সিংহ,মালদা: মালদার মানিকচক ব্লকের গোপালপুর বালু টোলা এলাকায় প্রায় এক মাস ধরে গঙ্গা ভাঙ্গন চলছে। এলাকার বাসিন্দারা তাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আগেই অন্যত্র সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এলাকাবাসীর দাবি অবিলম্বে তাদের বাসস্থানের জন্য নতুন কলোনি গড়ে উঠুক। পাশাপাশি তাদের দাবি সরকার তাদের পাশে দাঁড়াক।
এলাকাবাসীরা জানিয়েছেন ইতিমধ্যে গঙ্গায় তলিয়ে গিয়েছে ৭০ – ৮০ বিঘা কৃষি জমি। উল্লেখ্য বেশ কিছুদিন আগে ওই এলাকায় পরিদর্শনে গিয়ে দ্রুত অস্থায়ী ভাঙ্গন রোধ এর কাজ শুরু করার কথা জানিয়েছিলেন রাজ্য সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
মালদা সেচ দপ্তরের জুনিয়ার ইঞ্জিনিয়ার ভাগ্যেদয় মন্ডল জানান নাইলন করে বালির বস্তা ভরে ফেলে কাজ করা হচ্ছে। সমস্ত পরিস্থিতির উপর তারা আমরা প্রতিনিয়ত নজর রাখছে। ইতিমধ্যে ৬৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এলাকাবাসীদের দাবি তাদের পুনর্বাসন করতে হবে তার জন্য নতুন কলোনি করে দিতে হবে।