দেবু সিংহ,মালদা : কুল গাছ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ রক্তাক্ত এক প্রসূতি মা সহ পাঁচ জন।ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে। আহত হয়েছেন খতেজা বিবি (৪৫) ও তার বিবাহিত বড়ো মেয়ে খায়রুন (৩০) নেশা ও ছেলে দানেমুল ইসলাম (২২)। অপরদিকে রক্তাক্ত হয়েছেন এক দম্পতি সেখ কালচু ও তার স্ত্রী নীলমনি খাতুন।রক্তাক্ত অবস্থায় আহত পাঁচ জনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। খবর সংগ্রহ করা অবধি কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে খবর।
অভিযোগকারী খতেজা বিবি জানান,শনিবার সন্ধ্যা নাগাদ তার বিবাহিত বড়ো মেয়ে খায়রুন নেশা নিজের কুল গাছ থেকে কুল পাড়ছিল।কিছু কুল ছিটকে প্রতিবেশী সেখ আসিফুল এর পতিত জমিতে পড়ে যায়।সেই কুল মা ও মেয়ে দুই জন মিলে কুড়োতে গেলে আসিফুল এর সপরিবার লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ।অপরদিকে অভিযুক্ত আসিফুল এর ছেলে সেখ কালচু মাঠ থেকে এসে বাঁশ নিয়ে তাদের উপরে চড়াও হলে বাঁশের আঘাতে রক্তাক্ত অবস্থায় হয়ে পড়েন মা, মেয়ে ও ছেলে।প্রতিবেশীরা তাদের রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।
অভিযুক্ত সেখ কালচু জানান কুলের গাছটি ওদের বাড়িতে থাকলেও কিছু ডাল তাদের জমির উপরে ছায়া করে রয়েছে।বেড়া ভেঙে ও ফসল নষ্ট করে এপারে তারা কুল কুড়োতে আসে। বারবার বারণ করা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করে না।এদিন তাদের বেড়া ভেঙে কুল কুড়োতে আসতে বারণ করলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ।এতে দুই পক্ষের মধ্যে হাতিহাতি হয়। ওদের বাঁশের আঘাতে তার মাথা ফেটে যায় এবং তার প্রসূতি স্ত্রীর হাত কেটে রক্তাক্ত হয়ে যায়।