আশ্রয়হীন মানসিক ভারসাম্যহীনা মহিলার চিকিৎসা এবং সাময়িক ব্যবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন 

Social

মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর বড়বাজার অন্নপূর্ণা মন্দিরের সামনে থেকে প্রায় দিন ১৫ আগে একটি বাড়ির অব্যবহৃত পরিত্যক্ত বারান্দার এক কোণে আশ্রয় নেন হিন্দিভাষী মানসিক ভারসাম্যহীন এক মাঝবয়সী তরুণী। আশ্রয়হীনদের সারাবছর খাবার জোগানোর সামাজিক সংস্থা নবজাগরণ নিয়মিত খাবার পৌঁছাতে গিয়ে জানতে পেরেছিল ওই মহিলা বিহার থেকে আগত নাম রাধা, তবে এর বাইরে আর বিশেষ কিছু জানা যায়নি তার কাছ থেকে। মানসিক ভারসাম্যহীনতার কারণেই হয়তো গাছের পাতা, এঁটো খাবার খাওয়ার অভ্যাস ছিল তার, আর সেই কারণেই হয়তো ক্রমশ শারীরিক অবনতি ঘটছিলো।

গতকাল অন্নপূর্ণা পূজার দিনে, সকাল এগারোটা নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে, ঈশ্বরের পাঠানো দূত হিসেবে হয়তো নবজাগরণের সদস্যরা, ওই এলাকার ত্রিকোণ পার্ক বারোয়ারীর সদস্যদের সহযোগিতায় তাকে নিয়ে পৌঁছায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, সেখানে প্রাথমিক চিকিৎসার পরে কিছুটা শারীরিক উন্নতি হলেও, সম্পূর্ণ সুস্থ হয়নি এখনো! তবে সরকারি বিধি নিষেধ সত্বেও প্রাণ বাঁচানোর তাগিদে মানবিক কারণে নবজাগরণের অনুরোধে হাসপাতালে বিশ্রামাগারে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে।

শান্তিপুর পৌরসভা পরিচালিত, ভবঘুরেদের আশ্রয় শিবির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও, রাখা কোন বিধিব্যবস্থা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বলে জানা গেছে বিশেষ সূত্রে।

Leave a Reply