নদীয়া অর্গানিক ফার্মাস প্রডিউসার কোম্পানির আয়োজনে মহিলাদের হস্তশিল্পের ট্রেনিং

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাথনা কদমপুর তাদের নিজস্ব ফার্মে গতকাল ৪০ জন মহিলাদের নিয়ে দশ দিনের জন্য শুরু হল হস্তশিল্পের ট্রেনিং। সংস্থার পক্ষ থেকে স্বরূপ কর্মকার জানালেন, দীর্ঘ লকডাউনের পর প্রত্যেক পরিবারের অর্থনৈতিক দুরবস্থা। আর সে কথা মাথায় রেখেই তাদের সংস্থার পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর হওয়ার এই ট্রেনিং এর আয়োজন। এই ট্রেনিং ট্রেনার হিসেবে আই সি এ আরের পক্ষ থেকে দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এল কে নায়েক প্রিন্সিপাল সাইন্টিস্ট নোডাল অফিসার এস সি এস পি। আগত মহিলারা অত্যন্ত আনন্দের সঙ্গে ট্রেনিং অংশগ্রহণ করেছেন তারা জানালেন, সংসার সামলিয়ে খুব বেশি দূরে অর্থ খরচ করে ট্রেনিং নেওয়া সম্ভব হয়না তাই বাড়ির কাছে এ ধরনের বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা পেয়ে তারা হাতছাড়া করেননি। ধারাবাহিকতার সাথে কাজ না পেলেও বিভিন্ন সরকারি মেলা এবং সার্টিফিকেট দেখিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করে ঋণ দিয়ে নিজেরা কিছু করা যেতে পারে।

Leave a Reply