দেবু সিংহ, মালদা : মালদায় উদ্বোধন হলো ৫ দিন ব্যাপী জেলা স্বয়ংসিদ্ধা মেলার।
শুক্রবার বিকেল তিনটে নাগাদ ফিতে কেটে উদ্বোধন করা হয় স্বয়ংসিদ্ধা মেলার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার, অম্লান ভাদুরি,পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, শিশু সুরক্ষা কল্যাণ কমিটির জেলা চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য অতিথিরা।
জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে উপস্থিত হন স্বয়ংসিদ্ধা মেলায়।
সেখানে তাদের হাতের তৈরি সামগ্রী প্রদর্শনী এবং বিক্রির জন্য স্টল খোলা হয়।
খাদ্য সামগ্রী এবং ঘর সাজানোর উপকরণ সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
জানা গিয়েছে, স্বয়ংসিদ্ধা মেলায় মোট ৩২টি স্টল খোলা হয়। এর পাশাপাশি মেলা সংলগ্ন মহানন্দা শিশু উদ্যানে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানা যায়।